ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানির কত জুতা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মুম্বাইতে একটি নতুন বাংলো কিনেছেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। সেই বাংলোতে লম্বা একটি সেলফ বানিয়েছেন সানি। যাতে সাজানো রয়েছেন তার জুতার কালেকশন। দেখলে মনে হবে এ যেনো জুতার দোকান।

সম্প্রতি সানি নিজেই তার জুতোর কালেকশনের একটি ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, ‘জুতা নিয়ে আমার কোনও সমস্য নেই, বিশ্বাস করুন .. ‘।

সেই ভিডিও দেখলে চোখ কপালে উঠবে। 
প্রসঙ্গত, সম্প্রতি মুম্বাইয়ে গণেশ চতুর্থীর পূজোতেও অংশ নিয়েছিলেন সানি। সেখানে বেশকিছুটা সময় মেয়ে নিশা কৌর ওয়েবারের সঙ্গে কাটাতে দেখা গেছে সানি ও ড্যনিয়েলকে। সেই ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে সানি লিখেছিলেন, ‘শুধু ওর কারণেই আমার ঈশ্বরের উপর বিশ্বাস এসেছে। এটা আমাদের কাছে আশীর্বাদের মতো, ওর হাতের স্পর্শ যেন আমাদের মাথার উপর ঈশ্বরের হাতের স্পর্শের মতো মনে হয়। আমাদের এই স্বর্গে নিশা কৌর ওয়েবার আমাদের কাছে এক বিশেষ উপহার।’

সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি