ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দর্শকদের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন রণবীর!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জয়া আখতারের `গলি বয়` ছবিতে অভিনয় করছেন রণবীর সিং। মুম্বাইয়ের র‌্যাপার ডিভাইন ও নেজির জীবনের অনুপ্রেরণা নিয়ে ছবিটি তৈরি। সিনেমাটির শুটিং শেষ হয়েছে বেশকিছুদিন আগে। এবার `গলি বয়` ছবির প্রমোশনের কাজ শুরু করে দিলেন রণবীর সিং।  

পায়ে স্নিকার, গায়ে কমলা রঙের হুডি টি-শার্ট ও কালো প্যান্ট, আর মুখে সেই চেনা হাসি নিয়ে শনিবার র‍্যাপার ডিভাইনের সঙ্গে `গলি ফেস্ট` হাজির হয়েছিলেন রণবীর। মঞ্চেও উঠলেন, ডিভাইনের সঙ্গে মিলে র‍্যাপ গাইছিলেন, এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, তারপর হঠাৎই লাফাতে লাফাতে হঠাৎই দর্শকদের গায়ের উপর ঝাঁপ দিলেন রণবীর। তারপর কী হল নিজেই দেখে নিন...

এদিন গলি ফেস্টে গিয়ে ভক্তদেরও নিরাশ করেননি রণবীর, অনেকের সঙ্গেই পোজ দিয়ে ছবি তুলতে দেখা গেল তাঁকে।

রণবীরের এনার্জির সঙ্গে সঙ্গে অন্যান্যদিনের শোয়ের মতোই জমে উঠেছিল শনিবারের `গলি ফেস্ট`। প্রসঙ্গত, `গলি বয়` ছবিতে আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে রণবীর সিংকে।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি