ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে ধরা দিলেন ‘ফিরিঙ্গি’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

খোদাবক্স, জাফাইরা, লয়েড ওয়েন, সুরাইয়ার পর এবার দেখা দিলেন খোদ ‘ফিরিঙ্গি’। পরনে সবুজ রঙের ফিরাঙ্গি জ্যাকেট, মাথায় হ্যাট, চোখে গোল চশমা, গলায় ঝোলানো একটি দূরবীন, কোমরের কাছে ঝুলছে এক বোতল সুরা, রাজকীয় ভাবে ঘোড়ার পিঠে চড়ে সালাম দিতে দিতে হাজির হয়েছেন তিনি।
‘ঠগস অফ হিন্দুস্থান’ সিনেমার ফিরাঙ্গি রূপী আমির খান ধরা দিলেন নতুন চেহারায়। নিজেই ফিরিঙ্গি লুক প্রকাশ্যে এনেছেন সোশ্যাল সাইটের মাধ্যমে।

সেই সঙ্গে ক্যাপশানে তিনি লিখেছেন, ‘আর হল আমি হলাম ফিরিঙ্গি, আমার মতো মানুষ এই পৃথিবীতে আর কোথাও পাবেন না। ‘সত্যি’ হল আমার দ্বিতীয় নাম। আর ভরসা দেওয়াই আমার কাজ। ঠাকুমার নামে শপথ করে বলছি!!!’ 
মোশন পিকচারে যে ভিডিওটি ব্যবহার করা হয়েছে, সেটি একটি জাহাজের মধ্যে ব্রিটিশ পতাকা থেকে বিস্ফোরণের মধ্যে দিয়ে শুরু হয়ে ফাঁদের মত আমিরের কোমর থেকে ঝোলানো একটি সুরার বোতলের মধ্যে এসে শেষ হয়।

যশরাজ ফিল্মস এর ব্যানারে ‘ঠগস অফ হিন্দুস্থান’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৮ নভেম্বর। 

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি