ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘গেম অফ থ্রোন্স’-এ ডাক পেয়েও ছেড়ে দিলেন সানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সানি লিওন। নামটির সঙ্গে একটি অন্ধকার মেঘ জুড়ে আছে। কিন্তু সেই মেঘ ধীরে ধীরে কাটিয়ে উঠছে। এখন তিনি বলিউডের অভিনেত্রী। জনপ্রিয়তাও কম নয়। নতুন খবর হচ্ছে- জনপ্রিয় ওয়েবসিরিজ ‘গেম অফ থ্রোন্স’‌-এ অভিনয়ের ডাক পেলেন সানি লিওনি। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে ঠিক কোন ভূমিকায় অভিনয়ের জন্য সানিকে প্রস্তাব দেওয়া হয়েছিল তা জানা যায়নি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সানি বলেন, ‘‌কয়েকদিন আগেই প্রস্তাবটা আমার কাছে এসেছিল। আমাকে বলা হয়েছিল, জানি আপনাকে শেষ মুহূর্তে প্রস্তাবটা দেওয়া হচ্ছে। কিন্তু অভিনয়ের জন্য আমরা আপনাকেই চাইছি। আর এই প্রস্তাবটা পেয়ে আমি অবাক হয়ে গেছিলাম। এমনকি, আমার এটাও মনে হয়েছিল কেউ বোধহয় আমার সঙ্গে মজা করছে। কিন্তু এমন কিছু সমস্যা হল যে, কাজটা ছেড়ে দিতে বাধ্য হলাম।’

সানি আরও বলেছেন, ‘‌কেউ বলবেন এটা সাহসী সিদ্ধান্ত। কেউ বলবেন পাগলের মতো সিদ্ধান্ত। কিন্তু আমি সেসব নিয়ে ভাবছি না। আমার মনে হয়েছিল, এমন অনেক তরুণ অভিনেত্রী আছেন, যাদের সুযোগ পাওয়া উচিৎ।’‌

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি