ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহেশ ভাটের সঙ্গে অন্তরঙ্গতা

নতুন ছবি প্রকাশ করে সমালোচনার জবাব রিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় পরিচালক ও প্রযোজক মহেশ ভাট। তার ৭০তম জন্মদিনে প্রকাশিত একটি ছবি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ছবিতে দেখা যায়- ৭০ বছর বয়সী মহেশ ২৬ বছরের রিয়াকে বেশ অন্তরঙ্গ স্টাইলে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছেন। আর এতেই শুরু হয়েছে জোর সমালোচনা। এবার সেই সমালোচনার বিরুদ্ধে মুখ খুললেন রিয়া।

এবার মহেশ ভাটের সঙ্গে আরও একটি ছবি পোস্ট করে সমালোচনার জবাব দিয়েছেন অভিনেত্রী। যে ছবিতে রিয়ার কাঁধের উপর মাথা রেখে তাকিয়ে থাকতে দেখা গেছে মহেশ ভাটকে।

ছবিটির সঙ্গে রিয়া ক্যাপশানে লিখেছেন, ‘তুই কে? তোর নামই বা কী? এখানে তো সীতারও বদনাম করা হয়েছিল।’

তিনি আরও লিখেছেন, ‘যদি ট্রোলারসরা তাদের মনকে নোংরা করে তোলে, যে কথাগুলি তাদের বঞ্চিত হৃদয়, আত্মা থেকে বেরিয়ে আসে। তাদের সমস্ত দাবিগুলিই তাদের বয়সের অন্ধাকার থেকে এসেছে। আসলে যে মানুষগুলো আদপে যেমন, তারা পৃথিবীকে ঠিক সেভাবেই দেখে, আসলে পৃথিবীটা যেমন তারা সেটা দেখতে পায় না।’

এই ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে আরও ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, মহেশ ভাট  ও মুকেশ ভাট প্রযোজনা সংস্থা ‘বিশেষ ফিল্মস’ এর আগামী সিনেমা ‘জলেবি’র মাধ্যমে বলিউডে পা রাখছেন বাঙালি কন্যা রিয়া চক্রবর্তী।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি