ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিষেকের গালে কষিয়ে থাপ্পড় মারলেন এক নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:০৩, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত ‘মনমর্জিয়া। তপসি পান্নু, বিকি কৌশলের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও, তিন বছর পর অভিষেক বচ্চনের বলিউডে কামব্যাক সিনেমা এটি। সম্প্রতি নিজের ক্যারিয়ার নিয়ে মুখ খুলেছেন অভিষেক। ‘মনমর্জিয়া মুক্তির পর সংবাদমাধ্যমের সামনে অভিষেক বলেন, ‘ক্যারিয়ারের প্রথম দিক তার খুব একটা সুখকর ছিল না।’

অভিষেক বচ্চন জানান, ক্যারিয়ারের শুরুর দিকে ২০০২ সালে মুক্তি পায় তার সিনেমা ‘শারারাত’। মুক্তির প্রথম দিন মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে তিনি সিনেমা দেখতে যান। কিন্তু সিনেমা শেষ হওয়ার পর আচমকাই তার সঙ্গে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা।

অভিষেক বলেন, সিনেমা শেষ হওয়ার পর এক মহিলা তার সঙ্গে দেখা করেন। অভিষেকের গালে কষিয়ে এক থাপ্পড় মারেন তিনি। বলেন, ‘তুমি তোমার পরিবারের নাম খারাপ করেছ। এবার থেকে অভিনয় করা বন্ধ করে দাও’।

এ কথা বলতে বলতে হেসে ফেলেন অভিষেক। সেই সঙ্গে আরও বলেন, সেদিনের ঘটনার প্রেক্ষিতে আজ হাসছেন তিনি। কারণ সেদিন ওই পরিস্থিতি মোকাবিলা করা তার পক্ষে খুব একটা সহজ কাজ ছিল না।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি