ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভ্রমণে গিয়ে হেনস্তার শিকার কারিশ্মা শর্মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এবার অভিনেত্রী কারিশ্মা শর্মা শ্লীলতাহানির শিকার হলেন। সম্প্রতি ধর্মশালায় ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে এমন ঘটনার সম্মুখীন হতে হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে মাঝপথে তাকে মুম্বাই ফিরে আসতে হয়।

‘ইয়ে হ্যায় মহাব্বতেঁ’ খ্যাত এই অভিনেত্রী জানান, কাজ থেকে কিছুদিনের ছুটি চাইছিলেন তিনি। তাই ধর্মশালা গিয়েছিলেন। একদিন তিনি তার বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন মন্দিরে। সেখানে গিয়ে ছবি তুলছিলেন। হঠাৎ পেছন ফিরে দেখেন প্রায় ১৫ জন লোক তাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে। তারা ক্রমাগত নজর রাখছে কারিশ্মাদের দিকে। খুব খারাপভাবে তারা তাকিয়েছিল। কারিশ্মারা যেদিকেই যাচ্ছিলেন, পেছনপেছন তারাও যাচ্ছিল। ঘটনাটি মেনে নিতে পারেননি তিনি। দ্রুত সেখান থেকে বেরিয়ে আসেন তারা। যদিও ওই সময় পুলিশের কাছে অভিযোগ করেন কিন্তু কোন লাভ হয়নি। কারিশ্মা তখনই নিজের সুরক্ষার জন্য সেখান থেকে চলে আসেন।

উল্লেখ্য, টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও অভিনয় করেছের কারিশ্মা। একতা কাপুরের ‘রাগিনী এমএমএস রিটার্নস’-এ তাকে সাহসীরূপে দেখা গিয়েছিল। ‘পেয়ার কা পঞ্চনামা ২’ সিনেমাতেও তিনি অভিনয় করেন।

সূত্র : সংবাদ প্রতিদিন

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি