শুক্রবার প্রেক্ষাগৃহে ‘নাকাব’
প্রকাশিত : ২১:১৫, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:২০, ২৭ সেপ্টেম্বর ২০১৮
অবশেষে সেন্সর ছাড়পত্র পেল ‘নাকাব’। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে আনকাট ছাড়পত্র পায় ছবিটি। সিনেমাটির বাংলাদেশে মুক্তি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। এবার সব জটিলতা কাটিয়ে শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ‘নাকাব’ সিনেমার আমদানীকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
এ ব্যাপারে আব্দুল আজিজ গণমাধ্যমকে বলেন, ‘নাকাব’ আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আশা করি দর্শক সিনেমাটি দেখবে।’
‘নাকাব’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব খান ও কলকাতার দুই নায়িকা নুসরাত ও শায়ন্তিকা। কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘নাকাব’ ছবিটি পরিচালনা করেছেন রাজিব বিশ্বাস।
শাকিব খান এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ছবির গল্পে দেখা যায়, অদ্ভুত এক ক্ষমতা আছে শাকিব খানের মধ্যে। যে খুব সহজেই মৃত ব্যক্তির আত্মার চলাফেরা দেখতে পারেন! যোগাযোগও করতে পারেন। হঠাৎ এক ভূতের সঙ্গে দেখা হয় শাকিবের। যে কিনা জীবিত অবস্থায় দুটি মার্ডার করেছিল। আর দেখতে হুবহু তার মতো! এমনই ভৌতিক রসায়নে এগিয়ে চলে ‘নাকাব’। গত ২১ সেপ্টেম্বর কলকাতায় সিনেমাটি মুক্তি পায়।
এসি