ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘থাগস অব হিন্দুস্তান’র ট্রেলার প্রকাশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’র ট্রেলার। বৃহস্পতিবার ট্রেলরটি প্রকাশ করেছে সিনেমার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। এর আগে ফার্স্টলুক প্রকাশ করা হয়। যার মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় খোদাবক্স, জাফাইরা, লয়েড ওয়েন, সুরাইয়া ও ফিরিঙ্গি চরিত্রের সঙ্গে।

৩ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারটি ইতিমধ্যে চমক সৃষ্টি করেছে। তবে শিল্পীদের কস্টিউমস এবং যুদ্ধের দৃশ্য অনেকটা হলিউড সিনেমা ‘পাইরেটস অব দ্য ক্যরেবিয়ান’র মত। যদিও ‘থাগস অব হিন্দুস্তান’ ভারতবর্ষে ঠগবাজদের সত্যিকারের ইতিহাস নিয়ে নির্মিত হয়েছে।

ট্রেলারের শুরুতেই দেখা যায়, ভারতবর্ষে ব্রিটিশ শাসনামলের ১৭৯৫ সালের প্রেক্ষাপট। ঠগ ও ইংরেজদের মধ্যে যুদ্ধের আভাস মিলেছে এই ট্রেলারে।
বিজয় কৃষ্ণ আচার্যের পরিচালনায় সিনেমাটিতে মূল চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, আমীর খান, ফাতিমা সানা শেখ এবং ক্যাটরিনা কাইফকে। খোদাবক্স চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে, আমীর খানকে ফিরাঙ্গি, ফাতিমাকে জারিফা এবং ক্যাটরিনাকে দেখা যাবে সুরাইয়া চরিত্রে। এছাড়া ব্রিটিশ অভিনেতা লয়েড ওয়েনকে দেখা যাবে দুর্ধর্ষ পুলিশ কর্মকর্তার চরিত্রে।

সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে ফিলিপ মিড্যোস টেলরের উপন্যাস ‘কনফেশন অফ আ থাগ’ এবং ‘দ্য কাল্ট অফ দ্য ঠগী’ অবলম্বনে।

চলতি বছরের ৮ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

 

উল্লেখ্য, আগেই ঘোষণা করা হয়েছিল যশ রাজের ৮৬তম জন্মদিনে প্রকাশ করা হবে এই ট্রেলার।

‘থাগস অব হিন্দুস্তান’র ট্রেলার দেখুন :

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি