ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আনুশকার ‘সুই ধাগা’ দেখে একি মন্তব্য করলেন বিরাট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

স্ত্রী আনুশকা অভিনীত ‘পরী’ সিনেমাটি দেখে ভয় পেয়েছিলেন বিরাট কোহলি। আর এবার ‘সুই ধাগা’ দেখার পর চোখে পানি চলে এসেছে তার। আনুশকার নতুন সিনেমা দেখে কোহলি বলেন, ‘সুই ধাগা ইমোশনাল রোলারকোস্টার।’
শুক্রবার ভারতে মুক্তি পাচ্ছে আনুশকা শর্মা ও বরুণ ধাওয়ান অভিনীত ‘সুই ধাগা’। এই সিনেমাতে মমতা নামের চরিত্রে অভিনয় করছেন বিরাট-পত্নী আনুশকা। আর মৌজি নামের চরিত্রে অভিনয় করছেন বলিউডের ‘চকোলেট হিরো’ বরুণ ধাওয়ান।

মুুক্তির আগের দিন ছিল সিনেমাটির প্রিমিয়ার শো। যা দেখার পর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই। সেই তালিকায় আছেন খোদ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও। ‘সুই ধাগা’-তে আনুশকার অভিনীত মমতা চরিত্র দেখার পর তিনি এতটাই মুগ্ধ হয়েছেন যে, ইতিমধ্যেই দুইবার দেখেছেন সিনেমাটি। আর তারপর বেশ ঢাকঢোল পিটিয়েই আনুশকার প্রশংসা করেন বিরাট।
টুইটারে তিনি লেখেন, ‘প্রথমবার দেখার পর যতটা ভালো লেগেছিল, দ্বিতীয়বার দেখার পর ‘সুই ধাগা’ আরও বেশি ভালো লেগেছে। এই সিনেমা তে অনবদ্য কাজ করেছে পুরো টিম। মৌজি (বরুণ ধাওয়ান) দারুণ করেছে। কিন্তু মমতা (আনুশকা) আমার হৃদয় হরণ করেছে। চরিত্রের মধ্যে একটা নিরীহভাব এবং একাধারে প্রভাব বিস্তারকারী শক্তিশালী দক্ষতা আমাকে বাধ্য করেছে বার বার প্রেমে পড়তে। আমার ভালোবাসার জন্য আমি গর্বিত। মিস করবেন না, দেখে আসুন।’

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি