ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তনুশ্রীকে আইনি নোটিশ পাঠাবেন নানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সাবেক ভারত সুন্দরী তনুশ্রী দত্ত। যাকে নিয়ে এ মূহুর্তে আলোচনা ও গুঞ্জন চলছে ভারতীয় গণমাধ্যমে।বিষয় আর কিছুই নয়, ‘যৌন নিপীড়ন’। অভিনেত্রী প্রকাশ্যে অভিযোগ করেছেন নানা পাটেকার বিরুদ্ধে। অপরদিকে সেই অভিযোগ ভিত্তিহীন বলেছেন নানা পাটেকার। নতুন খবর হচ্ছে- আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার।

‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিযোগ করেছেন, ১০ বছর আগে শুটিং সেটে নানা পাটেকার তাকে যৌন নিপীড়ন করেছিলেন। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি।

নানা বলেছেন, তনুশ্রীর অভিযোগ সম্পূর্ণ বানোয়াট এবং অবশ্যই তিনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

গণমাধ্যমকে নানা বলেছেন, ‘তনুশ্রীর সব অভিযোগ মিথ্যা। সে কেন এসব বলছে, আমি কীভাবে বলব? সে এসব বললে আমি কী করতে পারি? যৌন নিপীড়ন বলতে সে কী বোঝে? শুটিং সেটে আমার সঙ্গে ৫০ থেকে ১০০ জন মানুষ ছিল। আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। মিডিয়াকে এ ব্যাপারে বলাটা সময়ের অপচয়, কারণ আপনারা এটা নিয়ে খেলতে পারেন। মানুষ যা ইচ্ছে বলুক, কিন্তু আমি আমার কাজ চালিয়ে যাব।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি