ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুই রণবীরের গোপন কথা ফাঁস করবেন দীপিকা ও আলিয়া!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পছন্দের তারকাদের গোপন খবর শুনতে সবারই ভালো লাগে। বলিউড তারকাদের নিয়ে নানান সময়ে তাই গসিপ প্রকাশ পায়। আর এসব কথা মাথায় রেখে ‘কফি উইথ করণ’- শো শুরু হয়েছিল। দর্শক মহলে সে শো হিট হয়। এবার সিজন-৬ শুরু করতে চলেছেন করণ জোহর। করণের এই শোয়ের প্রথম দিনের অতিথি বলিউডের দুই প্রথম সারির অভিনত্রী আলিয়া ভাট ও দীপিকা পাডুকোন। তাদের একজন রণবীর কাপুরের বর্তমান, অন্যজন প্রাক্তন। যিনি রণবীর কাপুরের প্রাক্তন তিনিই আবার রণবীর সিংয়ের বর্তমান। মনে করা হচ্ছে দুই রণবীরের গোপন খবরের পর্দা ফাঁস করতে আসছেন তাদের বান্ধবীরা।

জানা গেছে, গল্প, গুজব ও পরচর্চা দিয়েই শুরু হচ্ছে করণ জোহরের ‘কফি উইথ করণ’র এই চ্যাট শো। আর শো-তে দীপিকা ও আলিয়া যখন থাকছেন তখন দুই রণবীরের সম্পর্কে নানান গোপন কথার পর্দায় ফাঁস হবে, এটাই মনে করছেন সবাই।

উল্লেখ্য, গত বছর এই শো-তে হাজির হয়েছিলেন রণবীর কাপুর ও রণবীর সিং জুটি। বলিউডের দুই রণবীরের হাসি ঠাট্টা ও গল্প-গুজবে জমে উঠেছিল চ্যাট শো। এবার দেখা যাক দীপিকা ও আলিয়া একে অপরের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারেন।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি