ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যৌন হেনস্তা প্রসঙ্গ

পাশে থেকেও তনুশ্রীর রোষের মুখে প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ৩০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এ মূহুর্তে তনুশ্রী দত্ত ও নানা পাটেকরকে নিয়ে উত্তপ্ত বলিউড। সেই সঙ্গে গণমাধ্যমও। সময় যত যাচ্ছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তনুশ্রীর পক্ষ থেকে নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলা হলেও তা অস্বীকার করেছেন তিনি। তবে এমন সাহসী পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন অনেকে। এবার তার পাশে দাঁড়িয়েছেন কোরিওগ্রাফার গণেশ আচারিয়া। তবে তনুশ্রী বলিউডের অনেক তারকাকেই পাশে পেয়ে গেছেন। কিন্তু তাদের একজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তনুশ্রী। আর সেই তারকা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।

তনুশ্রী অভিযোগ তুলেছিলেন, তিনি একা এই ধরনের ঘটনার শিকার নন। বলিউডে অনেকেই এমন ঘটনার শিকার। তনুশ্রীর এই অভিযোগ সমর্থন করেন ফারহান আখতার। বলেন, ১০ বছর আগে তনুশ্রীর সঙ্গে যা ঘটেছিল এখনও তার কোনও পরিবর্তন নেই। এরপর তনুশ্রীর সাহসের প্রশংসা করেন তিনি। ফারহানের এই টুইটের উত্তরে প্রিয়াঙ্কা লেখেন, তিনিও ফারহানের কথা সমর্থন করেন। এরপরই “BelieveSurvivors” বলে একটি হ্যাশট্যাগও দেন প্রিয়াঙ্কা।

অথচ এখানেই আপত্তি তুলেছেন তনুশ্রী। তিনি বলেছেন, প্রিয়াঙ্কা যে বিষয়টিকে সমর্থন করেছেন, তা খুব ভালো। কিন্তু তিনি চান না তাকে ‘ভুক্তভোগী’ বা ‘Survivors’ বলে চিহ্নিত করা হোক। তার একটা নাম আছে। সেই নামে কেন তাকে সম্বোধন করা হবে না? তার সঙ্গে যা ঘটেছে তিনি তাই বলেছেন। আর নিজের জন্য তো বলেননি। ভবিষ্যতে যাতে আর কারও সঙ্গে এমন ঘটনা না ঘটে, তাই বলেছিলেন।

সূত্র : সংবাদ প্রতিদিন

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি