ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগির উত্তর ফেসবুকে ভাইরাল!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ২ অক্টোবর ২০১৮

`মিস ওয়ার্ল্ড বাংলাদেশ` গ্রান্ড ফিনালে প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বের কিছু অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  ভাইরাল হয়েছে। প্রতিযোগীদের উত্তর শুনে বিস্মিত হয়েছেন নেটিজেনরা। এ নিয়ে অনলাইনে শুরু হয়েছে ট্রল।    

রোববার ওই প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেরা দশ প্রতিযোগী এতে অংশ নেন। এক প্রতিযোগীর কাছে অনুষ্ঠানের অন্যতম বিচারক মডেল খালেদ মাহমুদ সুজন জানতে চেয়েছিলেন,`H2O মানে কী?` উত্তরে প্রতিযোগী বলেছেন, `ধানমণ্ডিতে এই নামে একটা রেস্টুরেন্ট আছে।`

H2O মূলত পানির রাসায়নিক সংকেত। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার সেরা দশে উঠে আসা কোনো প্রতিযোগীর মুখে  এমন উত্তর শুনে বিস্মিত হয়েছেন নেটিজেনরা ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন লিখেছেন, আমি এই মেয়েগুলার দোষ দিব না, দোষ ঐ সব লেবাসধারী মূর্খের যারা তাদেরকে এই মঞ্চে দাঁড় করিয়েছে।  ধিক্কার আয়োজক কমিটির উপর।

আমিন নামের একজন লিখেছেন, কথাগুলো শুনতে গিয়ে নিজেই লজ্জায় তাদের দিকে তাকাতে পারছিলাম না... এরা আমাদের দেশের সুন্দরী!

আল আমিন আজাদ লিখেছেন, এই আয়োজক কমিটিকে ধিক্কার জানাই। কারণ এই সুন্দরীরা কীভাবে আমাদের দেশের প্রতিনিধিত্ব করবে?

গত বছর থেকে শুরু হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা।এই বছর সেরার মুকুট অর্জন করেছেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। এর আগের আসরে বিজয়ী হয়েছিলেন জেসিয়া ইসলাম।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি