ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কা-নিক সম্পর্কের খবর শুনে জ্ঞান হারান পরিণীতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস বেশ ভালোই আছেন। দুজনের মধুর সম্পর্ক এখন সবার দৃষ্টিতে। এ তো অসম প্রেমের বন্ধন। শুরুর দিকে এই সম্পর্ক নিয়ে বলিউড জুড়ে জোর জল্পনা শুরু হয়। হলিউডেও কম হয়নি। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়াকে যখন প্রেমের প্রস্তাব দেন মার্কিন এই পপ তারকা, তা শুনে বোন পরিণীতি নাকি চমকে ওঠেন।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে পরিণীতি জানান, প্রিয়াঙ্কার জন্মদিনে তাকে প্রেমের প্রস্তাব দেন নিক। আর ভোর তিনটার সময় প্রিয়াঙ্কা ফোন করে পরিণীতিকে এ খবর জানান। যা শুনে কার্যত চমকে ওঠেন তিনি।

তিনি আরও জানান, ওই সময় বিদেশে ছুটি কাটাচ্ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু নিক যেভাবে হঠাৎ তাকে প্রস্তাব দিয়ে আংটি পরিয়ে দেন, তা শুনে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন পরিণীতি। এ বিষয়টি কল্পনাও করতে পারেননি তিনি।

এদিকে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া আগামী বছর বিয়ের পর্বটা শেষ করতে যাচ্ছেন। আগামী বছর হাওয়াই দ্বীপে নাকি নিক, প্রিয়াঙ্কা বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানা যাচ্ছে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি