ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গুতে আক্রান্ত শ্রদ্ধা কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বেশ অসুস্থ। ‘আশিকী-২’ খ্যাত এ অভিনেত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এজন্য গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে তার নতুন সিনেমার শুটিং।

শ্রদ্ধা কাপুর এখন অভিনয় করছেন সাইনা নেহওয়ালের বায়োপিকে। এই সিনেমাতে প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিকে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমার শুটিং শুরু হয়েছে পুরোদমে। কিন্তু মাঝপথে হঠাৎ তিনি অসুস্থ হওয়ায় শুটিং বন্ধ রয়েছে।

জানা গেছে, কিছুদিন ধরেই তিনি ভুগছিলেন। ডাক্তারি পরীক্ষার পর জানা যায় ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী।

শ্রদ্ধা বড় পর্দায় সাইনা হয়ে ওঠার জন্য প্রচুর কষ্ট করছেন। ৪০টি আলাদা ক্লাসে তিনি ব্যাডমিন্টনের প্রশিক্ষণ নিয়েছেন। এমনকি ভোর ছয়টার সময় ঘুম থেকে উঠে শ্রদ্ধা প্রশিক্ষণ নিতে যেতেন। কিছুদিন আগে সাইনার ভূমিকায় শ্রদ্ধার প্রথম লুক প্রকাশ পেয়েছে। ভূষণ কুমার প্রযোজিত এবং অমল গুপ্তে পরিচালিত এ সিনেমাটির প্রস্তুতি অনেক আগে থাকতেই শুরু হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি