ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভেঙে যাচ্ছে আলোচিত জুটির অসম প্রেমের বন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

এ বছর বিগ বসে খেলতে এসেছেন ২৮ বছরের জাসলিন মাথারুর ও তার সঙ্গী ৬৫ বছর বয়সী ভজন সম্রাট অনুপ জালোটা। শুধু সঙ্গী নয়, জাসলিন তার সঙ্গে গত তিন বছর ধরে অসম প্রেমের বন্ধনে আবদ্ধ। যা শুনে চমকে গেছিলেন এই শোয়ের সঞ্চালক সালমান খান। শুধু তিনিই নয়, বাকরুদ্ধ পুরো ভারতবাসী। বিষয়েটা প্রকাশ্যে আসার পর থেকেই সাধারণ মানুষের আগ্রহ বেড়ছে জাসলিন মাথারু ও অনুপ জালোটাকে নিয়ে।

দু`জনের মধ্যে বয়সের পার্থক্য প্রায় ৩৭ বছর। তারপরও তাদের সম্পর্কের পথে কোন বাধা ছিল না। কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হওয়া বিগবস রিয়্যালিটি শো-তে অংশ নেওয়ার মাত্র দু’সপ্তাহ পরেই ভেঙে গেল এই জুটি।

বিগ বসের হাউজে সবই ঠিক চলছিল। বাধ সাধলো একটি ‘টাস্ক’। যেখানে অপহৃত অনুপকে বাঁচানোর জন্য জাসলিনকে বলা হয়েছিল তার জামা-কাপড় পুড়িয়ে ফেলতে। কিন্তু তিনি রাজি হননি। বান্ধবীর এই আচরণে বেশ দুঃখ পেয়েছেন অনুপ এবং মূহুর্তেই শেষ করে দেন তিন বছরের প্রেমের সম্পর্কটি। এরপর অবশ্য অনেকেই অনুপকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি