ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তনুশ্রী-নানা বিতর্কে মুখ খুললেন আনুষ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘদিন পর আলোচনায় তনুশ্রী দত্ত। অনেকদিন মিডিয়ার আড়ালে ছিলেন তিনি। তবে ফিরেই বোমা ফাটালেন অভিনেত্রী। নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে আলোচনার ঝড় তুলেছেন তিনি। এ বার তনুশ্রীর পাশে দাঁড়ালেন আনুশকা শর্মা। তনুশ্রীর অভিযোগটি শুনে ভয় পাচ্ছেন বলে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন আনুষ্কা।

সম্প্রতি গণমাধ্যমকে আনুষ্কা বলেন, ‘একজন নারী হিসাবে নয়, একজন মানুষ হিসাবে নিজের কাজের জায়গা সুরক্ষিত পাওয়ার অধিকার সকলের আছে।’

তনুশ্রীর পক্ষে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘তনুশ্রীর সাহসকে আমি সম্মান জানাই। তার মতো আরও কেউ যদি এ ধরণের কথা বলতে চান, বিচার তো পরে হবে, অন্তত তার কথাটা আমাদের আগে মন দিয়ে শোনা উচিত।’

উল্লেখ্য, গত কয়েকদিনে এ সব কথা বলার জন্য তনুশ্রীকে ঘরে-বাইরে হেনস্থার মুখে পড়তে হয়েছে। তার বাড়িতে অজানা লোকেরা হামলা করেছেন বলে অভিযোগ জানিয়েছেন তনুশ্রী। আবার সোশ্যাল মিডিয়াতেও নানার পাশের দাঁড়িয়ে তাঁকে আক্রমণ করেছে বলিউডের বড় একটি অংশ।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি