ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

এবার তনুশ্রীর বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ৭ অক্টোবর ২০১৮

নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের যৌন হেনস্তার অভিযোগ মিথ্যা দাবি করেছেন মহারাষ্ট্র নবনির্মান পার্টির প্রেসিডেন্ট সুমান্ত দাশ। আর এ জন্য অভিনেত্রীর বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলা করছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিযোগ প্রমাণ করতে না পারলে তনুশ্রীকে ক্ষমা চাইতে হবে। এদিকে তননুশ্রীর পক্ষে দাড়িয়েছেন ভারতের ন্যাশনাল কমিউনিটি ফর উইমেন কর্তৃপক্ষ। তারাও তনুশ্রীর হয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন নানাকে।

উল্লেখ্য, সম্প্রতি ‘মি টু’ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে আলোচিত এই অভিনেত্রী মুখ খুলেছেন নানা পাটেকরের বিরুদ্ধে। এনেছেন যৌন হেনস্তার অভিযোগ।

তনুশ্রীর দাবি, ২০০৮ সালে এই ঘটনার পর অভিযোগ করতে চাইলেও মহারাষ্ট্র নবনির্মান পার্টির কর্মীদের কারনে তখন ভয়ে কোন কথা বলেননি তিনি। নানা পাটেকর ঐ পার্টির রাজনীতি করেন বলেই ভয় পেয়েছিলেন বলিউডের এ আবেদনময়ী তারকা।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি