ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিকির কপালে ঐশ্বরিয়ার চুম্বন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই ভিন্ন রকম উত্তেজনা। সম্প্রতি দোহায় ফ্যাশন উইকেন্ড ইন্টারন্যাশনালে ডিজাইনার মণীশ মালহোত্রার শোয়ের শো স্টপার হয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে সেই শো এর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। এরই মধ্যে একটি পোস্ট ছিল মেকআপ আর্টিস্ট মিকি কন্ট্রাক্টরের জন্মদিন নিয়ে। ছবিতে ঐশ্বরিয়া, তার ছয় বছর বয়সী মেয়ে আরধ্যা এবং মিকিকে দেখা গেছে। মিকির কপালে আলতো করে চুম্বন করছেন ঐশ্বরিয়া, আর আরাধ্যা তাকিয়ে আছে ক্যামেরার দিকে।

আরও পড়ুন : প্রিয়াঙ্কা ব্যস্ত থাকায় কাজ পেয়েছিলেন ঐশ্বরিয়া

ছবির ক্যাপশনে এই বিশ্বসুন্দরী লিখেছেন ‘শুভ জন্মদিন আমার মিকলিং। চিরকালের জন্য ভালোবাসা।’

মণীশ মালহোত্রার ফ্যাশন শো-তে ফুলের কাজ করা সোনালী লাল রঙের অসাধারণ গাউন পরেছিলেন ঐশ্বরিয়া। মেকআপ ক্রেডিট মিকি কন্ট্রাক্টরের। চুলের স্টাইল করেছিলেন ফ্লোরিয়ান হেরল।

আরও পড়ুন : অভিষেকের জন্য পর পর ফ্লপ ঐশ্বরিয়া

বলা বাহুল্য, ঐশ্বরিয়া তার মেয়েকে সব সময় সঙ্গে সঙ্গে রাখেন। প্রায়ই মায়ের সঙ্গে ঘুরতে দেখা যায় আরাধ্যাকে। গত মাসে মেরিল স্ট্রিপ অ্যাওয়ার্ডে ঐশ্বরিয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছিল। এই বিশেষ দিনেও মায়ের সঙ্গে ছিল আরাধ্যা। মেয়েকে সঙ্গে নিয়েই পুরস্কার নেন অভিষেক বচ্চনের স্ত্রী।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি