ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেহার ঘরে নতুন অতিথি আসছে নভেম্বরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া এখন আট মাসের অন্তঃসত্ত্বা। আসছে নভেম্বরে তার ঘরে আসছে নতুন অতিথি। অভিনেত্রীর প্রত্যাশিত প্রসবের দিন ১৪ নভেম্বর। তবে যেহেতু এটা তার প্রথম সন্তান, তাই তারিখে একটু হেরফের হতে পারে।

এর আগে চলতি বছরের মে মাসে দিল্লিতে হঠাৎ মহাধুমধাম করে বিয়ে করেন বলিউড তারকা নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। ওই সময় গুঞ্জন রটে, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন নেহা। তাই তাড়াহুড়ো করেই বিয়ে করেন তারা। যদিও নেহা ও তার ঘনিষ্ঠরা, এমনকি তার বাবাও আনুষ্ঠানিকভাবে এসব খবর উড়িয়ে দিয়েছিলেন।

এর কিছু দিন পর অঙ্গদ নিজেই মিডিয়ার কাছে প্রকাশ করেন সন্তান আগমনের খবরটি। শুধু তা-ই নয়, তারা বেশ কয়েকটি আদুরে ছবিও শেয়ার করেন। ছবিতে নেহার স্ফীত পেট দেখা যায়। নেহার স্ফীত উদরের ছবি দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত হন।

তবে মজার বিষয় হচ্ছে- সন্তান আগমনের খবর প্রকাশের পর থেকে নেহা বেশ উচ্ছ্বাস নিয়ে ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করছেন। নিয়মিত শো, ফটোশ্যুটে অংশ নিচ্ছেন।

সূত্র : বলিউড বাবল

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি