পরীমণির সরলতা
প্রকাশিত : ১৪:২৭, ৭ অক্টোবর ২০১৮
চিত্রনায়িকা পরীমণি। সব সময়ই তিনি সুন্দর একটি হাসি দিয়ে জয় করে নেন সবার হৃদয়। মাঝে মধ্যেই তাকে দেখা যায় দরিদ্র, অসহায় এবং সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে। এবারও তাকে দেখা গেলো অসহায় শিশুদের পাশে।
পরী নিজের ফেসবুক ফ্যান পেজে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন নায়িকা।
ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন- ‘মোর নাম এই বলে খ্যাত হোক/আমি তোমাদেরই লোক’।
জানা গেছে, পরী জানতে পারেন যে মিরপুরে কয়েকজন ছাত্র মিলে ৩০ জনের মত শিশুদের নিয়মিত পড়ালেখা করায়। বিষয়টি জানার পর নিজেও সেখানে যোগ দেন পরী। এ সময় শিশুদের সঙ্গে খেলায় মেতে ওঠেন তিনি। একই সঙ্গে শিশুদের মাঝে বই বিতরণ করেন ঢালিউডের এই নায়িকা। তাদের সঙ্গে সময় কাটাতে পেরে পরী নিজেও আনন্দিত বলে জানান।
উল্লেখ্য, ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় পরীমণির। এর আগে ছোট পর্দায় কাজ করেছেন কিছু সময়। চলচ্চিত্রে নাম লেখানোর পর একের পর এক সিনেমায় কাজ করেছেন এই নায়িকা।
তার মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে- ‘ভালোবাসা সীমাহীন’, ‘আরও ভালোবাসবো তোমায়’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’, ‘পুড়ে যায় মন’, ‘রক্ত’, ‘কত স্বপ্ন কত আশা’, ‘ধূমকেতু’, ‘সোনাবন্ধু’সহ বেশ কিছু চলচ্চিত্র।
সর্ব শেষ পরী আলোচনায় আসেন ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’ দিয়ে।
এসএ/