ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐশ্বরিয়া ‘সুপার উইম্যান’ : অভিষেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার সঙ্গে ২০০৭ সালে বিয়ে হয় অভিষেক বচ্চনের। প্রেম করেই বিয়ে করেছিলেন তারা। এই জুটির প্রেম নিয়ে তেমন একটা আলোচনা না হলেও বলিউড ভাইজান সালমান খান ও ঐশ্বরিয়ার প্রেম নিয়ে নানা রকম মুখরোচক সংবাদ প্রায়ই প্রকাশ পেয়েছে।

এদিকে মাঝে মাঝে এমন খবরও প্রকাশ পেয়েছে যে অভিষেকের পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না ঐশ্বরিয়ার। যদিও এটি নিয়ে ঐশ্বরিয়া বা অভিষেক কখনও মুখ খোলেননি। এবার ঐশ্বরিয়ার সঙ্গে  সম্পর্ক, প্রেম, বিয়ে নিয়ে মুখ খুললেন অভিষেক।

অভিনেতা বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমায় ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করি আমি। একসঙ্গে প্রথম কাজ ‘ধাই আকসার প্রেম কি’-এ। তখন থেকেই আমাদের বন্ধুত্বের সূচনা। কাছাকাছি সময়ে আমরা আরও একটি সিনেমায় অভিনয় করি। নাম ছিল ‘কুছ না কাহো’। ঠিক তখনই আমরা একে অপরের ভালোবন্ধু হয়ে যাই। সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব আরও গাঢ় হয়।

অভিষেক আরও বলেন, ‘উমরাহ জান’-এ অভিনয়ের সময় সম্পর্কটি সিরিয়াস দিকে রূপ নেয়। আমি তাকে বিয়ের জন্য তখনই প্রস্তাব দেই। এরপর আমাদের বিয়ে হয়। দুজনের সংসারে আরাধ্যর মতো মিষ্টি একটি মেয়ে আছে।

ঐশ্বরিয়ার ব্যাপারে এই অভিনেতা বলেন, ‘তাকে আমি সুপার উইম্যান বলে থাকি। ও যে কাজটি করুক না কেন গুরুত্ব দিয়ে করে। সে অভিনেত্রী হিসেবে যেমন সফল, একজন মা হিসেবেও দারুণ।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি