ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

হলিউড তারকা স্কট উইলসন আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ৮ অক্টোবর ২০১৮

হলিউড তারকা স্কট উইলসন আর নেই। মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করে পৃথিবী ছাড়লেন ৭৬ বছর বয়সের এই তারকা।

 

লস এঞ্জেলেসের স্থানীয় গণমাধ্যম স্কট উইলসনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিনেতার প্রতিনিধি ডমিনিক ম্যানকিনি জানান, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারে মৃত্যু হয়েছে এই তারকা অভিনেতার।

১৯৬৭ সালে হলিউডে অভিষেক ঘটে স্কট উইলসনের। তিনি হলিউড ক্লাসিক ‘ইন দ্য হার্ট অব দ্য নাইট’ এ অভিনয় করেছেন। এ ছাড়াও হলিউডের কিংবদন্তি সিনেমা ‘দ্য ওয়াকিং ডেড’ বা ‘দ্য গ্রেট গ্যাটসবি’তেও অভিনয় করেন।

এ ছাড়াও তিনি সুপারহিট মার্কিন ডিটেকটিভ সিরিজ ‘সিএসআই’তেও অভিনয় করে খ্যাতি পান।

সূত্র : টিএমজেড


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি