ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নাটমণ্ডলে টানা ৬ দিন ‘ম্যাকবেথ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ৮ অক্টোবর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় উইলিয়াম শেক্সপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত মহাকাব্যিক নাটক ‘ম্যাকবেথ’ মঞ্চে আসছে মঙ্গলবার।

বিভাগের অধ্যাপক ও উপমহাদেশের বহুমাত্রিক নাট্যব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন নাটকটি নির্দেশনা দিচ্ছেন। এমএ সমাপনী সেমিস্টারের শিক্ষার্থী অভিনীত ‘ম্যাকবেথ’ নাটকটির মোট আটটি প্রদর্শনী নাটমণ্ডলে প্রদর্শীত হবে। আসছে ৯, ১০, ১১ ও ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ এবং ১২ ও ১৩ অক্টোবর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় নাটকটি প্রদর্শীত হবে। মঙ্গলবার নাট্য প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন উপমহাদেশের খ্যাতনামা নির্দেশক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। যার পরিকল্পনা সহযোগিতায় আছেন বিভাগীয় শিক্ষক তানভীর নাহিদ খান ও মহসিনা আক্তার।

নাটকটি প্রসঙ্গে অধ্যাপক ড. ইসরাফিল শাহীন বলেন, ‘এই আততায়ী সময়ে আমাদের জীবন, আমাদের দেশ, আমাদের পৃথিবীর অন্তর্গত বিপন্নতা যেন হত্যা ও রক্তে পরিপ্লুত ম্যাকবেথের মতন রাজনৈতিক মনস্তাত্ত্বিক নাটকটিতে শেক্সপিয়রীয় স্থান-কালরহিত এক অমোঘ ভাষায় ফুটে উঠেছে। আমরা যা করে ফেলি আর আমাদের নৈতিক মূল্যবোধ, অর্থাৎ কর্ম ও মর্ম এ দুয়ের সংঘর্ষই যেন ম্যাকবেথ। এ সংঘর্ষই যেন মানুষের নিয়তি।’

ম্যাকবেথ নাটকটির প্রতিটি প্রদর্শনীতে আসনসংখ্যা মাত্র ৮৫টি এবং টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশ ও দুইশ টাকা।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি