ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারীকে হোয়াটস অ্যাপে কুপ্রস্তাব ফাঁস

বেকায়দায় চেতন ভগত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

দারুণ সমস্যায় পড়লেন ‘টু স্টেটস, হাফ গার্লফ্রেন্ড’-এর লেখক চেতন ভগত। হোয়াটস অ্যাপে অজ্ঞাত পরিচয় এক মহিলার সঙ্গে তার পক্ষ থেকে ঘনিষ্ঠ হতে চাওয়ার প্রস্তাব ফাঁস হয়ে গেছে। যদিও ওই নারীর পক্ষ থেকে প্রস্তাবে সাড়া দেওয়ার ইঙ্গিত ছিল না। তবে ভারতের বিখ্যাত এই লেখক প্রেম নিবেদনের চেষ্টা চালিয়ে যেতেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, যে সময় ওই নারীর সঙ্গে চেতন কথা বলতেন সেই সময় তিনি বিবাহিত। কেউ বা কারা চেতন ভগত ও সেই নারীর মধ্যে হোয়াটস অ্যাপে হওয়া কথোপকথনের স্কিনশট ফাঁস করে দিল। ইতিমধ্যে চেতনের বিতর্কিত স্ক্রিনশট সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। যা এখন ভাইরাল। আর এর পরই শুরু হয়েছে তীব্র নিন্দা ও আলোচনা।

অবস্থা এতোই বেগতিক যে, নিজেই পরিস্থিতির মোকাবিলা করলেন চেতন। সেই কথোপকথনের সত্যতা স্বীকার করে নিলেন তিনি।

বললেন, ‘ঘটনাটা কয়েক বছর আগেকার। তবে তখন আমি বিবাহিত। আমি প্রথমেই সেই নারীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার বলা ওই কথাগুলো ভুল বলে মনে হয় তা হলে আমি ক্ষমাপ্রার্থী। আমি সেই নারীর সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছি। একটা সময় পর আমরা ভালো বন্ধুও হয়ে যাই। আমি সব সময় ওর প্রতি টান অনুভব করতাম। কারণ সে একজন ভালো মনের মানুষ। হয়তো কিছুদিনের জন্য আমি দিকভ্রষ্ট হয়েছিলাম। আর সে জন্য আমি আমার স্ত্রী অনুষার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি।’

সেই স্ক্রিনশটে চেতন ওই নারীর উদ্দেশে লিখেছেন, ‘তুমি মিষ্টি ও ভালো মনের মানুষ। তাই আমি তোমার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাই। বলো, তুমি আমার সঙ্গে ঘনিষ্ঠতা করবে? কিছু বলো।’

যদিও সেই নারী চেতনকে প্রশ্রয় দেননি। বরং উল্টে তিনি বলেন, ‘আর পাঁচজন বিবাহিত পুরুষের মতো কেন কথা বলছ! তুমি আর পাঁচজনের থেকে আলাদা হতেই পারো। তুমি তো এরকম নও।’

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি