ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘আমি বনির ৪১তম গার্লফ্রেন্ড’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

পূজায় মুক্তি পেতে চলেছে ‘হইচই আনলিমিটেড। এ সিনেমার মধ্য দিয়ে এই প্রথম দেবের সঙ্গে কাজ করেছেন কৌশানী মুখোপাধ্যায়। অন্যদিকে রিয়েল লাইফ বয়ফ্রেন্ড বনির সঙ্গেও তার নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড মুক্তির অপেক্ষায়।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজের মুক্তির অপেক্ষায় থাকা দুই সিনেমা নিয়ে কথা বলেন নায়িকা। সেখানে কৌশানীকে প্রশ্ন করা হয়- আপনি বনির কত নম্বর গার্লফ্রেন্ড?

উত্তরে হাসি দিয়ে তিনি বলেন, ‘বনির ইন্টারভিউতে শুনে যা বুঝলাম, আমি বোধহয় ৪১তম গার্লফ্রেন্ড।’

কৌশানী আরও বলেন, ‘খুচরো খাচরা মিলিয়ে আগে নাকি ওর ৪০টা গার্লফ্রেন্ড ছিল। তবে আমি এটা জানতাম না। যদিও আমি নিশ্চিত যে ৪০ অবধি সংখ্যাটা যায়নি। আমার মনে হয় না, ৪০টা মেয়ে ওর জন্য টাইম ওয়েস্ট করেছে।’

সেই সঙ্গে প্রশ্ন করা হয়- কৌশানীর কত নম্বর বয়ফ্রেন্ড বনি?

উত্তরে কৌশানী কৌশলে বিষয়টি এড়িয়ে যান। বলেন, ‘ও আমার সেকেন্ড বয়ফ্রেন্ড। আই অ্যাম ওয়ান ম্যান উওম্যান। দেখুন, সবাইকে তো চান্স দিইনি। আমাকে দেখে সবাই বলে খুব অ্যাটিটিউড আছে। কিন্তু আসলে সেটা নয়। আমি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি। আমি ডাউন টু আর্থ। এক্সট্রোভার্ট। আমার মুড অফ হলে, ডিপ্রেশন হলে আমার চারপাশের লোকেরা আপসেট হয়ে পড়ে। আমার মনে হয় অন্যের জীবনে আমি রং আনতে পারি। সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি আমি অ্যাটেনশন ভালোবাসি। ছোট থেকে বহু ছেলে অ্যাটেনশন দিয়েছে। প্রোপোজ করেছে। কিন্তু বয়ফ্রেন্ড কথাটা একজনের জন্যই ইউজ করব। যার সঙ্গে রেস্ট অফ দ্য লাইফ কাটাবো বলে প্ল্যান করেছিলাম। সে জন্য বনি দু’নম্বর।’

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি