ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বার্থ ডে গার্ল গৌরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

গৌরী খান। বলিউড কিং শাহরুখ খানের স্ত্রী। ৪৮ বছর বয়সী গৌরী আজ বার্থ ডে গার্ল। তবে বয়স গৌরীর জীবনে নিতান্তই একটি সংখ্যা মাত্র। তার প্রমাণ বহুবার তিনি দিয়েছেন। আজকের দিনটি তিনি সেলিব্রেট করছেন নিজের মতো করে।

জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ এবং আব্রামের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন গৌরী। আর সঙ্গে তিনি লিখেছেন, ‘হাফ অফ হার বেটার হাফস’।

যদিও শুধুমাত্র শাহরুখের পরিচয়ই গৌরী পরিচয় নয়। নিজে স্বাধীন ব্যবসা করেন। ইন্টিরিয়র ডিজাইনার হিসেবেও জনপ্রিয়তা রয়েছে তার। বহু বলিউড তারকার অন্দরমহল সাজিয়ে দিয়েছেন তিনি। এমনকি ব্যবসা ক্ষেত্রে ভারতে ৫০জন প্রভাবশালী মহিলার তালিকায় জায়গা করে নিয়েছেন গৌরী।

এদিকে জন্মদিনে গৌরীকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেকেই।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি