ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ফের হাসপাতালে দিলীপ কুমার  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৯:৪৩, ৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন। গত রবিবার রাতে অবস্থার অবনতি হওয়ায়, মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। আজ অভিনেতার ট্যুইটার থেকে জানানো হয়েছে সেকথা। যেখানে লেখা, ” নিউমোনিয়া আক্রান্ত দীলিপ কুমার। গত রাতে প্রবীণ নায়ককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”     

গত বছর নভেম্বরে এই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই চিকিৎসকেরা বর্ষীয়ান এই অভিনেতাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে অভিনেতা জানিয়েছিলেন তার নিমোনিয়া গুরুতর কিছু নয়৷ বাড়িতে থেকে বিশ্রাম নেবেন তিনি৷ তিনি এখন সুস্থ আছেন৷ ভক্তদের তার জন্য প্রার্থনাও করতে বলেছেন তিনি। কিন্তু এবার একরাত কেটে গিয়েছে। তিনি রয়েছেন হাসপাতালে। তাই অবস্থা যে মোটেও সুবিধার নয় বলছেন অনেকে।   

অভিনয় জগতের ৯৪ বছর বয়সী এই তারকা গত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন শারীরিক অসুস্থতার কারণে। ২০১৬ ডিসেম্বর মাসেই জ্বর এবং ডান পা ফোলার সমস্যা নিয়ে এই লীলাবতি হাসপাতালেই ভর্তি ছিলেন বেশ কিছুদিন।

দিলীপ কুমার-সায়রা বানুর বিয়ে ৫১ বছর অতিক্রম করেছে৷ একসঙ্গে বহু সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তারা৷ ছবির সূত্রেই একে অপরের কাছে আসেন তারা৷ আজও তাদের সম্পর্ক অনেকের কাছে ঈর্ষনীয় এবং সেই সঙ্গে দৃষ্টান্তমূলকও৷ কলকাতা২৪  

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি