ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মালালার অনুরোধে অক্সফোর্ডে ভাষণ দেবেন শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ৯ অক্টোবর ২০১৮

বলিউড সুপারস্টার শাহরুখ খান ২০১৬ সালে বিশ্বের সেরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন। তখন যেতে পারেননি। তবে এবার যাবেন বলে কথা দিয়েছেন। শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের সমাজকর্মী মালালা ইউসুফজাইয়ের অনুরোধে এই নিমন্ত্রণে সাড়া দিয়েছেন শাহরুখ।

২০১৬ সালে মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হলের অধ্যক্ষ অ্যালেন রাসব্রিজার অভিনেতা শাহরুখ খানের উদ্দেশে একটি টুইট করেছিলেন। লিখেছিলেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমরা কি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পারি? তারা তোমাকে ভালোবাসে (আমি অধ্যক্ষ)।’

দু’বছর পর অধ্যক্ষ ও শাহরুখকে সেই নিমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দিতে মালালা টুইটারে লিখেছেন, ‘এখনো অপেক্ষা করছি!’

কিং খান মালালার অনুরোধ শুনেছেন। উত্তরে বলেছেন, ‘নিশ্চিতভাবেই তা করতে ভালোবাসি এবং তোমার সঙ্গে দ্রুতই দেখা হবে। খুব খুব দ্রুত আমার টিম শিডিউল ঠিক করবে।’

শাহরুখ খান এর আগে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের এডিনবুর্গ বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দেন।

শাহরুখ নিজেই নিজের বক্তব্য লিখেন জানিয়ে সংবাদমাধ্যম ‘মিড ডে’কে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, বক্তৃতা লিখতে তিনি সময় নেন। তাঁর বক্তব্য অন্য কেউ লিখে দিক, এটা তিনি পছন্দ করেন না। এ-ও বলেছিলেন, তিনি বলতে পছন্দ করেন। যখনই বক্তৃতার প্রস্তাব আসে, তিনি সবসময় সেটাকে ‘সুযোগ’ মনে করেন।

শাহরুখ খান এখন তাঁর পরবর্তী ‘জিরো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। আনন্দ এল রাই পরিচালিত এ ছবিতে তিনি প্রতিবন্ধীর ভূমিকায় অভিনয় করছেন। এ ছবিতে রয়েছেন ‘জব তক হ্যায় জান’ ছবির সহ-অভিনেতা আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। আগামী ২১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি