ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রকাশ্যেই চুম্বন রণবীর-দীপিকার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ৯ অক্টোবর ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

আগামী নভেম্বরেই গাঁটছড়া বাঁধবেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন বলে মিডিয়ায় খবর হচ্ছে। ফলে সম্পর্কের বিষয়টি এখন নাকি আর প্রকাশ্যে লুকনোর চেষ্টা করেন না এ দুই তারকা। অন্তত তাদের আচরণ দেখে তেমনটাই মনে করছেন অনেকেই।

সম্প্রতি দিল্লিতে একটি সামিট সেরে মুম্বাই ফিরেছেন এই জুটি। হাত ধরে বিমানবন্দর থেকে বেরনোর সময় পাপারাত্‌জিরা ঘিরে ধরেন তাদের। এর পর দীপিকাকে গাড়িতে বসিয়ে দেন রণবীর। গাড়ি ছাড়ার আগে প্রকাশ্যেই একে অপরকে চুম্বন করেন এই জুটি। দীপিকার গাড়ি চলে যাওয়ার পর বিমানবন্দর ছাড়েন রণবীর। গোটা ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে, বিয়ে নিয়ে রণবীর বলেন, ‘‘আরে আমার বিয়ে সংক্রান্ত সব খবরই তো মিডিয়ার কাছে আছে। আমি তো মিডিয়া থেকেই জানতে পেরে যাই, আমার বিয়ে কবে, কোথায় বিয়ে করছি...। এমনকি একটা ট্যাবলয়েডে তো কোন রঙের শেরওয়ানি পরে বিয়ে করব, সেটাও লিখেছে।’’

তবে, এ ব্যাপারে দীপাকার কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে না।

তথ্যসূত্র: আনন্দবাজার।
এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি