ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাজলের সঙ্গে হরভজনের সেলফি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

তারা দুজনই তারকা। তবে এক অঙ্গনের নয়, ভিন্ন অঙ্গনের। একজন মাঠের, অন্যজন পর্দার। আর বরাবরই ক্রিকেটের সঙ্গে বলিউডের বন্ধন মধুর। আরও একবার সেই বিষয়টি প্রকাশ পেলো। বলিউড তারকা কাজলের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ক্রিকেটার হরভজন সিং। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

হরভজন সিং এর প্রিয় অভিনেত্রী কাজল। শাহরুখ খান ও কাজল জুটির চির রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ তার খুব পছন্দের সিনেমা। সেই সিনেমার অভিনেত্রী কাজল। যিনি এখন ব্যস্ত তার নতুন সিনেমা ‘হেলিকপ্টার ইলা’র প্রচার নিয়ে। পরিচালক প্রদীপ সরকারের এই সিনেমার প্রচারের ফাঁকে হরভজনের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন কাজল। যেখানে প্রিয় নায়িকাকে কাছে পেয়ে স্মৃতি ধরে রাখতে সেলফি তুলে নিলেন মাঠের এই তারকা।

সেই সঙ্গে হরভজন তার অফিসিয়াল টুইটারে কাজলের সঙ্গে প্রকাশ করে লেখেন, ‘জব আই মেট সিমরন।’

ঘটনা হচ্ছে ‘সিমরন’ শাহরুখ খানের সঙ্গে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ সিনেমায় কাজলের চরিত্রের নাম। হরভজন সেই সিনেমায় কাজলের চরিত্রকেই মনে করিয়ে দিয়েছেন। তিনি কাজলের নতুন সিনেমা ‘হেলিকপ্টার ইলা’-র জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি