ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞ ফ্লোরা স্যানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ১০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল ফ্লোরা স্যানি বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফ্লোরা স্যানির সঙ্গে ঘটে যাওয়া যৌন নির্যাতনের ঘটনা ‘মি-টু’-তে শেয়ার করতে গিয়ে তাকে সাহায্য করার জন্য ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোমবার তিনি তার এই ঘটনা ‘মি-টু’-তে শেয়ার করেন।

ফ্লোরা স্যানি বলেন, প্রযোজক গৌরং দোশি আমার ওপর যৌন নির্যাতন করেছে।   

এসময় তিনি বলেন, ওই সময় আমাকে সমর্থন করার জন্য কেউ ছিল না। তখনই আমার পাশে এসে দাঁড়িয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন।

ফ্লোরা বলেন, আমি এতদিন তা প্রকাশ করতে পারিনি এ কারণে যে, আমাকে সবসময় গৌরং দোশির পক্ষ থেকে হুমকি দেওয়া হতো। তার বিরুদ্ধে অভিযোগ করে অনেকবার আমাকে কাজের বাইরে থাকতে হয়েছে।

এসময় তিনি তার মুখে নির্যাতনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে দেখা যায় তার মুখে ও ঠোটের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন।

সূত্র: জি নিউজ

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি