ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সীমারেখা টানা উচিত, আর নয়: কাজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ১০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:৪২, ১১ অক্টোবর ২০১৮

তনুশ্রী দত্ত নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পর থেকেই সরগরম বলিউড। তারপর থেকে এই তালিকায় একে একে উঠে আসছে আরও বহু বিখ্যাত মানুষের নাম। টুইংকেল খান্না, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াত ইত্যাদি বহু অভিনেত্রীকে নিজেদের মতামত প্রকাশ করতে দেখা গিয়েছে।

সম্প্রতি হেলিকপ্টার ইলার প্রোমোশনে কলকাতায় উপস্থিত ছিলেন কাজলসহ ছবির পরিচালক প্রদীপ সরকার, ঋদ্ধি সেন ও টোটা রায়চৌধুরী। সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক কাজলকে প্রশ্ন করেন তনুশ্রী দত্তের অভিযোগের ভিত্তিতে একে একে যে সমস্ত ঘটনা সবার সামনে উঠে আসছে সে প্রসঙ্গে কাজলের কী বক্তব্য?

উত্তরে কাজল জানান, প্রথমেই বলব মিটু ক্যাম্পেন এমন কিছু মানুষ শুরু করেছিল যারা জানতে চেয়েছিল তাদের সঙ্গে ঠিক কী ঘটেছে। তাদের লজ্জা দূর করতে তারা সকলের সঙ্গে সমস্ত লাঞ্ছনার কথা ভাগ করে নিতে চেয়েছিল। আর আমার মনে হয় এই মুহূর্তে যা কিছু ঘটছে সেটাও একই কারণেই ঘটছে। আর আমার মনে হয় যে সব মানুষের সঙ্গে এইসব ঘটছে এবং আরও যে সব মানুষ রয়েছেন এইবার তাদের সাহস করে একটা সীমারেখা টানা উচিত যে, এটাই শেষ। আর নয়।

সূত্র- এনডিটিভি

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি