ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যৌন হয়রানি

এবার তালিকায় অমিতাভের নাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের ‘# মি টু’ আন্দোলন চলছে। সম্প্রতি এটি নিয়ে মুখ খুলেছেন অমিতাভ বচ্চননীরবতা ভেঙে নিজের জন্মদিনে তিনি বলেছিলেন, ‘কোনও মহিলাই যেন দুর্ব্যবহার বা অবাঞ্ছিত আচরণের শিকার না হনবিশেষ করে তার কর্মক্ষেত্রে।’ কিন্তু এবার নিজের দিকেই ঘুরে এসেছে তীরটা। তাকে আক্রমণ করেছেন বলিউডের হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভাবনানি

ইতিমধ্যে স্বপ্নার টুইট নিয়ে আলোড়ন শুরু হয়েছে বলিউডে। অমিতাভের নাম না করে তিনি লিখেছেন, ‘বচ্চন যৌন হেনস্থা করেছেন, এমন বহু ঘটনা আমি শুনেছি। আমি আশা করব, সেই মহিলারা এবার মুখ খুলবেন। তার ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি...।’

সরাসরি অমিতাভের নাম না বললেও স্বপ্না যে তাকেই আক্রমণ করেছেন তা স্পষ্ট। কারণ সদ্য নিজের জন্মদিনে ‘# মি টু’ নিয়ে অমিতাভ মুখ খোলার পরই স্বপ্না লিখেছিলেন, ‘এটা সব চেয়ে বড় মিথ্যে। ‘পিঙ্ক’ মুক্তি পেয়ে চলেও গিয়েছে। আপনার আন্দোলনকারী ভাবমূর্তিটাও দ্রুত উধাও হয়ে যাবে। আপনার সত্যিটা শীঘ্রই সামনে আসবে। আশা করি, আপনি (দুশ্চিন্তায়) হাত কামড়াচ্ছেন, কারণ, নখ আর অবশিষ্ট নেই।’

উল্লেখ্য, ৪৭ বছর বয়সি এই স্বপ্না পেশায় হেয়ার স্টাইলিস্ট। মুম্বাইয়ের এই বাসিন্দা নিজেকে নারীবাদী বলতে পছন্দ করেন। ছবি তোলা, ব্লগ লেখা তার শখ। নিজের প্রোডাকশন হাউসও রয়েছে স্বপ্নার। ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো-তেও তিনি অংশ নিয়েছিলেন।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি