ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মি টু’ ঝড়ে তনুশ্রীর পাশে নেই বোন ইশিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

এ মূহুর্তে বলিউডে চলছে ‘মি টু’ ঝড়। নানা পাটেকারের পর অভিনেতা-পরিচালক রজত কাপুর, অলোক নাথ, গৌরাঙ্গ দোশি, সংগীতশিল্পী কৈলাশ খের, কমেডিয়ান কানন গিল, উৎসব চক্রবর্তী, পরিচালক বিকাশ বেহল, উমেশ ঘাড়জি, লুভ রঞ্জনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বাদ যাননি বিগ বি অমিতাভ বচ্চনও।

এদিকে অভিনেত্রী তনুশ্রী দত্ত যখন যৌন হেনস্তার বিরুদ্ধে লড়াই করছেন, ঠিক তখন পাশে নেই তার বোন ইশিতা দত্ত। তার নিরবতা দেখে মনে হচ্ছে ‘মুখে কুলুপ এঁটেছেন’ তিনি।

সম্প্রতি ‘আশিক বানায়া আপনে’-খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার একটি আইটেম গানের শুটিং চলাকালে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার তাকে যৌন হয়রানি করেছেন। ওই ঘটনার পর তিনি ভেঙে পড়েন। সিনেমার জগৎ ছেড়ে চলে যান তিনি। এমনকি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও অভিযোগ আনেন তনুশ্রী। বলেন, ‘চকলেট’ সিনেমার শুটিং চলাকালে বিবেক তাকে ‘পোশাক খুলে’ নাচতে বলেছিলেন।

নানা পাটেকারের বিরুদ্ধে যখন তনুশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগ আনেন, তখন তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেক বড় বড় তারকা। কিন্তু বোনের এই কঠিন সময়ে ‘দৃশ্যম’ অভিনেত্রী ইশিতাকে পাশে পাচ্ছেন না তনুশ্রী। আর এটি নিয়ে উঠেছে প্রশ্ন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বোন ইশিতাকে এ বিষয়ে বার্তা পাঠালেও তিনি কোন উত্তর দেননি।

সূত্র : ডিএনএ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি