ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বাজার’-এ অন্যরকম সাইফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডে মুক্তি পেতে যাচ্ছে সাইফ আলি খানের নতুন সিনেমা ‘বাজার’। ব্যবসা আর লভ্যাংশের জটিল হিসেব নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।

সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে গত ২৫ সেপ্টেম্বর। ট্রেলারের পুরোটা জুড়েই রয়েছে মজার মজার সব সংলাপ। সিনেমাটি পরিচালনা করেছেন গৌরব কে চাওলা, প্রযোজনা করেছে এমি এন্টারটেইনমেন্ট এবং ক্যাটা প্রোডাকশনস। শেয়ার মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে থ্রিলার ধর্মী এই সিনেমার গল্প নেয়া হয়েছে অলিভার স্টোনের ‘ওয়াল স্ট্রিট’ থেকে।

বাজারে সাইফ আলী খানের চরিত্রটির নাম শাকুন কোঠারি। চরিত্রটি বেশ চালাক, উচ্চাকাঙ্ক্ষী এবং নিষ্ঠুর। এর আরেকটি চরিত্র রিজওয়ান আহমেদ। যে এলাহাবাদ থেকে মুম্বাই আসে শাকুনের সহকারী হতে। আহমেদ তাকে অনেক গভীরভাবে অনুসরণ করে, চেষ্টা করে নিজের যোগ্যতা শাকুনের কাছে তুলে ধরতে। চরিত্রটিতে অভিনয় করেছে রোহান মেহরা।

‘বাজার’সিনেমাটি দিয়েই রোহান মেহরার অভিষেক হচ্ছে হিন্দী সিনেমায়। তার আরও একটি পরিচয় রয়েছে। সে প্রয়াত অভিনেতা বিনোদ মেহরার ছেলে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং ও রাধিকা আপ্তে। এটি মুক্তি পাবে ২৬ অক্টোবর।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি