ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিকিনি পরে কটাক্ষের শিকার কাজলের বোন তানিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

কখনও ফাতিমা সানা সেখ, কখনও কারিনা কাপুর আবার কখনও মালাইকা অরোরা খান, প্রায়শই ট্রল হতে দেখা যায় বলিউড সেলিব্রেটিদের। কোনও না কোনও কারণে নেটিজেনদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয় বলিউডের একাধিক সেলেবকে। এবার সেই তালিকা থেকে বাদ পড়লেন না কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ও।

বিগ বসের ওই প্রাক্তন প্রতিযোগী কেন বিকিনি পরে ছবি দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ। শুধু তাই নয়, তানিশা প্রয়োজনের তুলনায় একটু বেশিই রোগা হয়েছেন এবং সেই কারণেই তাকে রোগীর মত লাগছে বলেও আক্রমণ করেন নেট জনতার একাংশ। শুধু তাই নয়, তানিশা যেন খাওয়াদাওয়া করেন এবং পুনরায় আগের রূপে ফিরে আসেন, সেই পরামর্শও দিতে শুরু করেন অনেকে।

সম্প্রতি কারিনা কাপুর খানকে কটাক্ষ শুরু করে নেটিজেনরা। সিঙ্গাপুরে ডিজাইনার মনিষ মালহোত্রার ফ্যাশন শো-এর পর সেই আপলোড করার পর পরই কটাক্ষ শুনতে হয় বলিউডের এই অভিনেত্রীকে। খাওয়াদাওয়া না করে কারিনা একেবারে ‘কঙ্কাল’-এর মত চেহারা তৈরি করেছেন বলেও করা হয় আক্রমণ। যদিও কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি বেগম সাহেবা।

সূত্র-জিনিউজ

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি