ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সারার সঙ্গে খারাপ আচরণ করলে কষিয়ে থাপ্পড় দিবেন সাইফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ১৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

যে মূহুর্তে বলিউডে ‘মি টু’ নিয়ে চলছে আলোচনা, ঠিক সেই সময় মুখ খুললেন সাইফ আলি খান। ‘# মি টু’ আন্দোলনে নিজের অবস্থান পরিস্কার করলেন তিনি। যৌন হেনস্থার মত ঘটনা যদি কোনও নারীর সঙ্গে ঘটে, তাহলে তিনি সেই কষ্ট অনুভব করতে পারেন। এমনই মন্তব্য করেন সাইফ।

নিজের মেয়ের কথা টেনে এনে সাইফ বলেন, সারা আলি খানের সঙ্গে যদি কেউ অভব্য ব্যবহার করেন, তাহলে তাকে কষিয়ে থাপ্পড় মারবেন তিনি। তিনি কোনওভাবেই সেই ব্যক্তিকে ছেড়ে দেবেন না। শুধু তাই নয়, মেয়েকে অপমান করে তার হাতে মার খেয়ে যদি ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হন, তাতেও কোনও আপত্তি নেই। মেয়েকে অপমান করলে তিনি সংশ্লিষ্ঠ ব্যক্তিকে কোনওভবেই ছেড়ে দেবেন না বলে জানান।

তবে স্ত্রী কারিনা কাপুর খান, বোন সোহা আলি খান এবং তার মা শর্মিলা ঠাকুরের সঙ্গেও যদি কেউ খারাপ ব্যবহার করেন, তাহলে তাদেরকে ছেড়ে দেবেন না বলে স্পষ্ট জানান ছোট নবাব।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি