ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

#মি-টু

কঙ্গনার টার্গেট এবার করণ জোহর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

মি-টু আন্দোলন নিয়ে নিরব থাকার কারণে করণ জোহরকে এবার ট্রার্গেট করেছেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে নিরব ছিলেন করণ জোহর।

এখানো যৌন নির্যাতনের কোনো বিষয় নিয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এজন্যই কঙ্গনা রানাওয়াত তার বিরুদ্ধে ক্ষেপেছেন।  এর আগে করণ জোহরের বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগও এনেছিলেন কঙ্গনা।

এর কিছু দিন আগে সাবেক প্রেমিক হৃতিক রোশানকে নিয়ে কঙ্গনা রানাওয়াত সমালোচনা করেছিলেন।

কঙ্গনা বলেছিলেন, ‘বাইরে যুবতী মেয়েদের সঙ্গে ডেট করে বেড়ায়, অথচ ঘরে তার পুতুল বউ।’

 সম্প্রতি অভিনেত্রী তনুশ্রী দত্ত বলিউডের বিখ্যাত অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। এরপর থেকে ‘মি টু’ নিয়ে সরগরম বলিউড। একের পর এক অভিযোগ আসছে পরিচালক, প্রযোজক, গায়ক কিংবা নায়কের বিরুদ্ধে।

কিন্তু হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজানে খান সম্প্রতি যৌন নির্যাতনের প্রতিবাদ মূলক প্ল্যাটফর্মটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি