ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মি টু’ আন্দোলন

এবার বিকির বাবার বিরুদ্ধে চরম অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

পাঠকও এখন বিরক্ত। কারণ এক ‘মি টু’ আন্দোলন এমন অবস্থায় পৌঁছেছে যে, একের পর এক অভিযোগ আসছে আর তালিকা দীর্ঘ হচ্ছে। বিষয়টি এমন অবস্থায় দাঁড়িয়েছে- বলিউডে এই রোগে আক্রান্ত হননি এমন তারকাই এখন পাওয়া দায়।

নানা পাঠেকর থেকে শুরু করে সুভাষ ঘাই কিংবা সাজিদ খান কিংবা বিকাশ বহেল, যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বলিউডের একাধিক নামিদামি তারকার বিরুদ্ধে। এবার অভিনেতা বিকি কৌশলের বাবা শ্যাম কৌশলের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ।

‘আব তক ছাপান্ন’, ‘হানিমুন ট্রাভেলস’ সহ একাধিক সিনেমায় একশন ডিরেক্টরের ভূমিকায় দেখা যায় বিকি কুশলের বাবা শ্যাম কৌশলকে। আর সেই শ্যাম কৌশলই নাকি নমিতা প্রকাশ নামে এক নারীকে যৌন হেনস্থা করেছেন। মহিমা কুকরেজা নামে এক নারী শ্যাম কৌশলের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে এনেছেন।

নমিতার অভিযোগ, ২০১৬ সালে ‘হানিমুন ট্রাভেলস’- এর আউটডোর শুটিংয়ের সময় শ্যাম কৌশল নাকি তাকে মদ্যপানের জন্য তার ঘরে নিমন্ত্রণ করেন। নমিতা বিষয়টি নিয়ে আপত্তি জানান। আর তখন শ্যাম কৌশল তাকে পর্ন সিনেমার ক্লিপ দেখাতে শুরু করেন।

যদিও শ্যাম কৌশল বা বিকি কৌশল এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি