ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিটু: হেনস্থার শিকার হন সাইফও!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৮, ১৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ২৩:০২, ১৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

‘মিটু মুভমেন্ট’ নিয়ে সরগরম বলিউড। একাধিক অভিনেতার নাম থেকে প্রোডিউসারের নাম প্রকাশ্যে আসায় অনেকেই অস্বস্তিতে পড়ে গিয়েছেন। অভিযোগ পাল্টা অভিযোগে যখন তোলপাড় বলিউড, সেই সময়ে মুখ খুললেন নবাব পুত্র সাইফ আলি খান।    

সংবাদসংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, `আমিও হেনস্থার শিকার হয়েছি কাজের জায়গায়।২৫ বছর আগে সেই ঘটনা ঘটে আর আমার রাগ এখনও রয়েছে। অনেকেই অপরের সমস্যার কথা বুঝতে পারেন না। অন্যের যন্ত্রণা বোঝাটা কঠিন। আমি এবিষয়ে বেশি কিছু বলতে চাইনা। তবে আমার আজও রাগ হয়।আমাদের এখন মহিলাদের দিকটা দেখা উচিত।

পাশাপাশি সাইফ বলেন, যা এখন হচ্ছে সেটা ঠিক হচ্ছে, মহিলাদের এভাবে এগিয়ে এসে মুখ খোলাটা উচিত। যারা মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেছে, তাদের শাস্তি পাওয়া উচিত। উল্লেখ্য, সাইফের ছবি `হামশকলস` এর পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তবে সে নিয়ে কথা বলতে গিয়ে সাইফ জানান, এমন কিছু হয়েছে কি না তিনি মনে করতে পারছেন না। তবে যে পরিবেশে মহিলাদের ছোট করা হয় , সেই পরিবেশে তিনি থাকতে চাননা বলে জানিয়েছেন সাইফ আলি খান।

সূত্র-ওয়ানইন্ডিয়া

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি