ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মি টু’ আন্দোলন

এবার গোপন তথ্য ফাঁস করলেন চিত্রাঙ্গদা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ১৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

এবার ‘মি-টু’ আন্দোলনে যুক্ত হলেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার জন্য চিত্রাঙ্গদার উপর রীতিমতো চাপ সৃষ্টি করা হয়েছিল বলে দাবি করেছেন অভিনেত্রী। তবে এ জন্য পরিচালকের পাশাপাশি অভিযোগের ঢিল গিয়ে পরেছে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির গায়েও।

‘মি-টু’ আন্দোলনের ইস্যুতে অভিযোগ করে চিত্রাঙ্গদা বলেন, ‘২০১৬ সালে ‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমাতে অভিনয় করার কথা ছিল চিত্রাঙ্গদা সিংয়ের। ওই সিনেমার পরিচালক কুশান নন্দী তাকে শাড়ি খুলে শুধুমাত্র পেটিকোট পরে একটি দৃশ্যে অভিনয় করার কথা বলেছিলেন। সেই অবস্থাতেই তাকে নওয়াজের সঙ্গে খুব অন্তরঙ্গ একটি দৃশ্যে অভিনয় করতে বলেছিলেন কুশান। কিন্তু সেই দৃশ্যে অভিনয় করতে একেবারেই আগ্রহ ছিল না তার। কিন্তু পরিচালক সেই দৃশ্য বাদ দিতে রাজি না থাকায় কান্নাকাটি করেন অভিনেত্রী। শেষ পর্যন্ত মেকআপ ভ্যানে চলে যান চিত্রাঙ্গদা। কিন্তু এই সব দেখেও চুপ ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

চিত্রাঙ্গদার অভিযোগ, পুরো সময়টাই নাওয়াজ নীরব দর্শকের মতো বসেছিলেন।

শেষপর্যন্ত সেই সিনেমাতে অভিনয় করেননি চিত্রঙ্গদা সিং। ওই দৃশ্যে অভিনয় করতে না চাওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছিল। তার চরিত্রটিতে অভিনয় করেছিলেন বিদিতা বাগ।

চিত্রাঙ্গদা সিং মনে করেন- কাজের ক্ষেত্রে এই ধরনের ঘটনা এড়িয়ে যেতে সব অভিনেত্রীদের একজোট হওয়া উচিত।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি