বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয়’ দিল্লীতে শ্রেষ্ঠ
প্রকাশিত : ১৬:০২, ১৯ অক্টোবর ২০১৮
ভারতের রাজধানি নয়াদিল্লীতে বিশ্বের ৯৩টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ‘দিল্লি আন্তর্জাতিক চলচিত্র উৎসব-২০১৮’। ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলে এই উৎসব।
উৎসবে বাংলাদেশের পরিচালক জুয়েইরিযাহ মউ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচিত্র ‘ভয়’-দ্য ফিয়ার অব সাইলেন্স শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।
নবারূণ ভট্টাচার্যের কাহিনির ছায়া অবলম্বনে এবং বাংলাদেশ সরকারের বিসিটিআইয়ের (বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইন্সটিউট) অর্থায়নে নির্মিত স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক মিতুল আহমেদ।
এতে অভিনয় করেছেন হাসান জামিল, চন্দনা বিশ্বাস, রইসউদ্দিন, মোস্তফা তারেক ও নীহার লিখন প্রমুখ। সঙ্গীত সংযোজন করেছেন রনি নাজিম।
এসএ/