ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অপূর্ব-মমর ‘কাঁচের পুতুল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

মম এখন দারুণ ব্যস্ত। নিয়মিত কাজ করছেন ছোট পর্দায়। সেই সঙ্গে বড় পর্দায়ও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। অপরদিকে জনপ্রিয় টিভি তারকা অপূর্ব। যিনি সব সময়ই রোমান্টিকতাকে ছড়িয়ে যান নিজের ভিন্ন রকম লুক দিয়ে। চমৎকার সব নাটক উপহার দিয়ে নিজের একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছেন। এই দুই তারকার নতুন নাটক  ‘কাঁচের পুতুল’।

হিমেল আশরাফের পরিচালনা ও মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটিতে অপূর্ব ও মম ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, শতাব্দী ওয়াদুদু, সুষমা সরকার, তাসনুভা এলভিন প্রমুখ।

এর গল্পে দেখা যাবে- ‘অবুঝপনা আর ছেলেমানুষিতে কেটেছে শৈশব। কিন্তু কৈশোর আর তারুণ্যে প্রতিটি ক্ষণ রচনা করে গেছেন আগামীর দৃশ্যপট। ময়মনসিংহের মধ্যবিত্ত পরিবারের মেয়ে লতা জানেন না- কল্পনায় আঁকা দৃশ্যপটের সঙ্গে বাস্তবকে মেলানো খুবই কঠিন। তবুও তিনি মনে করেন ধনাঢ্য পরিবারের সন্তান সমীরের হাতে হাত রেখে জীবনের বাঁকবদল ঘটতে যাচ্ছে। যে কারণে সমীর ও লতা দু`জনেই সুখে-দুঃখে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন একে অপরকে। তারা জানেন, চলার পথে নানা বাধা-বিপত্তি আসবে, তবু দূরে সরে যাবেন না।’  

নাটকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি