ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যমজ সন্তানের জন্মদিন পালন করলেন সঞ্জয় ও মান্যতা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ২৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও তার স্ত্রী মান্যতা নিজেদের যমজ সন্তান শরণ ও ইকরার জন্মদিন পালন করলেন দুবাইয়ে। সন্তানদের অষ্টম জন্মদিনে দু`জনেই ইন্সটাগ্রামে সুন্দর মেসেজ পোষ্ট করেন। সঞ্জয় কেক কাটার আগের মুহূর্তে চারজনের ছবি শেয়ার করেন। মান্যতা বার্থডে লাঞ্চের ছবি দেন।   

সঞ্জয় লেখেন, ‘‘ঈশ্বর তোমাদের আজীবন আশীর্বাদ ও ভালোবাসা দিন। হ্যাপি বার্থডে বাচ্চারা।’’ দুভাগে উৎসব হয়েছে। সেখানে তারা থিম কেকও কেটেছে। শরণের কেক ছিল ব্যাটল রয়্যাল ভিডিও গেমের অনুপ্রেরণায় তৈরি। ইকরার কেক ডল থিমের।

শরণ ও ইকরা সঞ্জয়ের সর্বকনিষ্ঠ সন্তান। সঞ্জয় ও প্রথম স্ত্রী রিচা শর্মার সন্তান ত্রিশলা। সে দাদু-দিদার কাছে থাকে। তাকে এই জন্মদিনে দেখা যায়নি।

সঞ্জয়কে শেষবার সাহেব বিবি আউর গ্যাংস্টার থ্রি-তে দেখা গিয়েছে। আগামী দিনে তার হাতে রয়েছে, কলঙ্ক ‌নামে একটি সিনেমা। সঞ্জয়ের সঙ্গে মাধুরী দিক্ষীত, বরুন ধাওয়ান, আলিয়া ভাটও সেখানে আছেন। পরিচালক করণ জোহর। সঞ্জয় গিরিশ মালিক পরিচালিত তোরবাজেও এবং আশুতোষ গোয়ারিকরের পানিপতেও রয়েছেন। সঞ্জয় সড়ক ২-এ পূজা ভাটের সঙ্গে দেখা যাবে।

এসি  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি