ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বিজ্ঞাপনে মাশরাফির সঙ্গে ফারিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ২৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৮:৫৬, ২৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

নতুন করে আরো একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরার দিয়া বাড়িতে সেই বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে অংশ নেন তিনি। জানা গেছে বিজ্ঞাপনটি বিকাশের। বিজ্ঞাপনটি নির্মাণ করেন আশফাক উজ জামান বিপুল।  মাশরাফির সাথে এই বিজ্ঞাপনপচিত্রে কাজ করেছেন মডেল ও অভিনেত্রী ফারিন।

এবিষয় জানতে চাইলে অভিনেত্রী ফারিন বলেন, আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। মাশরাফি ভাইয়া খুবই ভালো একজন মানুষ। কাজের জায়গায় তিনি অনেক সহায়ক ও হেল্পফুল। আমি মুগ্ধ হয়েছি। দুই ক্যামেরাতে কাজ করায় গতকাল সন্ধ্যার মধ্যেই শুটিং শেষ হয়ে যায়।

শিগগিরই বিজ্ঞাপনটি দেশের সবগুলো চ্যানেলে প্রচার হবে।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি