ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

স্টার সিনেপ্লেক্সে ‘হ্যালোইন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২৬ অক্টোবর ২০১৮

আজ ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে ‘হ্যালোইন’। স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তির পর দেশের দর্শকদের সামনে আসছে ‘হ্যালোইন’। চার দশক আগে মুক্তি পাওয়া ‘হ্যালোইন’ সিনেমার সিক্যুয়াল এটি।

ডেভিড গর্ডন গ্রিনের পরিচালনায় সিনেমাটি ইতোমধ্যে বক্স অফিসে সাড়া জাগিয়েছে। ১৯৭৮ সালে জন কার্পেন্টারের পরিচালনায় প্রথমবারের মতো বড় পর্দায় আসে সিরিয়াল কিলার মাইকেল মায়ার্স। হ্যালোইনের রাতে এই সিরিয়াল কিলারের টার্গেট ছিল বেবিসিটাররা।
মুক্তির পরে বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি হরর ঘরানার চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তির স্বীকৃতি পায় সিনেমাটি।

লরি স্ট্রোড হিসেবে আবারও পর্দায় আসছেন জেমি লি কার্টিস এবং সিরিয়াল কিলার মাইকেল মায়ার্স চরিত্রে ফের দেখা যাবে নিক ক্যাসেলকে। লরি স্ট্রোড চরিত্রে অভিনয় করে নিজেকে অমরত্বের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী জেমি লি। কিন্তু এবারের সিক্যুয়ালে অভিনয় করতে শুরুতে একেবারেই রাজি হচ্ছিলেন না। এদিকে জেমিকে ছাড়া চলচ্চিত্রটি নির্মাণের কথা চিন্তাও করতে পারছিলেন না নির্মাতারা। ঘটনা শুনে এগিয়ে আসেন চলচ্চিত্রটির লেখক ড্যানি ম্যাকব্রাইডের বন্ধু অভিনেতা জ্যাক গিলেনহল। তিনিই ফের অভিনয়ের জন্য লি কার্টিসকে রাজি করান।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি