ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

‘# মি টু’ আন্দোলন

বিস্ফোরক তথ্য দিলেন সোনাল ভেঙ্গুলকর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ২৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৪৫, ২৬ অক্টোবর ২০১৮

একের পর এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ আনছেন। বলিউডে ‘# মি টু’ আন্দোলনে এবার নাম লেখালেন ভারতের টিভি অভিনেত্রী সোনাল ভেঙ্গুলকর। এক সাক্ষাৎকারে ফটোগ্রাফার রাজা বাজাজের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

অভিনেত্রী বলেন, অভিনয়ের শুরুর দিকে একটি কাস্টিং ওয়েবসাইটে অডিশন দেওয়ার সুযোগ পান তিনি। সেখানেই রাজা বলেছিলেন, আমি দেখতে সুন্দর। আমাকে নাকি গ্রুমিং করতে হবে। ফলে প্রাথমিকভাবে রাজা নিজের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করার পরামর্শ দেন।
সোনাল জানান, ফটোগ্রাফার রাজা হঠাৎ কিছু জামা এনে পরে দেখতে বলেন তাকে। তখন তিনি অবাক হয়েছিলেন। কারণ তখন অন্য এক মডেলের শুটিং চলছিল। সে সময় রাজা হাতে ক্রিম নিয়ে এসে শরীরে মেখে নিতে বলেন। তাতে নাকি ওই পোশাক ঠিক মত লাগবে। তারপর হঠাৎই কাছে চলে এসে জোর করে সোনালের স্তনে ক্রিম মাখাতে শুরু করেন রাজা। তখন ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন অভিনেত্রী।
২০১২ সালে পুলিশকে পুরো ঘটনা জানিয়ে অভিযোগ করেছিলেন সোনাল। অন্যদিকে রাজা পুলিশকে বলেছিলেন, সোনাল তার কাছে তিন লাখ টাকা দাবি করেছিলেন।

সূত্র : বম্বে টাইমস

এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি