ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

পর্ন তারকাদের নো মেক ছবি পোস্ট করলেন মেলিসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ২৮ অক্টোবর ২০১৮

পর্ন সিনেমার বিখ্যাত মেকআপ আর্টিস্ট মেলিসা মারফি। সম্প্রতি দীর্ঘ দিনের ক্যারিয়ারে নিজের সাফল্যের কথা তুলে ধরেছেন তিনি। জানান, নিজের অভিজ্ঞতার কথা। প্রকাশ করেছেন কিছু ছবি। যাতে মেকআপ ছাড়া কিছু পর্ন তারকার ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলো দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। 

এ বিষয়ে মেলিসা বলেন, আমার হাতযশে কত অতি সাধারণ মেয়েকে অতি সুন্দরী করে তুলেছি সেই তালিকার কোনো শেষ নেই।
টুইটার, ইন্সটাগ্রামে এমনই কিছু পর্নস্টারদের নো মেক ছবি পোস্ট করলেন মেলিসা।

এদিকে মার্কিন সাবেক পর্ন তারকা শেলি লুবেন দাবি করেছেন, ‘পর্ন আসলে ‘ফেক সেক্স’। ভিডিওতে যৌন মুহূর্ত ফ্রেমবন্দি করা ছাড়া আর কিছুই নেই এখানে, এটাই সত্য।’
শেলি লুবেন পিঙ্ক ক্রস ফাউন্ডেশনের একজন অ্যাক্টিভিস্ট। পর্ন দুনিয়া থেকে যারা হাসিমুখে বেরিয়ে আসতে চান তাদের সাহায্য করে এই সংস্থা। একইসঙ্গে পর্ন আসক্তদের পর্ন মুক্তির পথও বলে দেয় পিঙ্ক ক্রস ফাউন্ডেশন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি